উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলের পক্ষে কাজ করতে হবে- ---আ স ম ফিরোজ

  উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলের পক্ষে কাজ করতে হবে- ---আ স ম ফিরোজ

দেলোয়ার বাউফল (পটুয়াখালী)  :সাবেক চীফ হুইপ, সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি স্থানীয় এমপি আ স ম ফিরোজ বলেছেন ‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ও জননেত্রী শেখ হাসিনা যাদেরকে মনোনয়ন দিবে তাদের পক্ষেই নেতাকর্মীদের কাজ করতে হবে।


রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্ত প্রতিহিংসা নয়। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিরা আওয়ামীলীগ উন্নয়ন যাত্রা বাধাগ্রস্থ করতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন। দলের সিদ্ধান্ত ছাড়া যারা কাজ করবে তাদেরকে বিরুদ্ধে দলের বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। আজ সোমবার সকাল ১০টায় পটুয়াখালীর বাউফলে কালিশুরি হাইস্কুল মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কালিশুরি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের যৌথ আলোচনা ও সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,‘শেখ হাসিনার আহবানে আগামীতে যে কোন নির্বাচনে আপনারা সবাই সাড়া দিবেন। বিএনপি ও জামাত যাতে দলের ভিতর ঢুকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন না করতে পারে সেদিকে সকলের খেয়াল রাখতে হবে। আগে মানুষ অনেক কষ্ট করে পাঁয় হেটে কাচাঁ রাস্তা দিয়ে উপজেলার বিভিন্ন জায়গায় যাতায়াত করতো। এখন সব ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ হয়েছে। এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়ন যেতে পারবে তাতে কোন সমস্যা হবে না। এটা একমাত্র শেখ হাসিনার সরকারের জন্যই সম্ভব হয়েছে।
ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নেছারউদ্দিন জামাল সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু, উপজেলা আওয়ামীলীগের সহ:সভাপতি সামসুল আলম মিয়া, উপজেলা আ’মীলীগের যুগ্ম সম্পাদক ও নাজিরপুর ইউনিয়ানের চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সূর্যমনি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, জেলা পরিষদের সদস্য হারুন অর-রশিদ, কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লা প্রমুখ ।
এরপর এমপি আ স ম ফিরোজ ওই দিন বিকালে ধূলিয়া হাইস্কুল মাঠে ও কেশবপুর ইউনিয়ন পরিষদ মাঠে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ আলোচনা ও সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন।